কাউকে কষ্ট দিলে যে দোয়া করবেন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:০৭, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কাউকে কষ্ট দিলে যে দোয়া করবেন

newsup
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
কাউকে কষ্ট দিলে যে দোয়া করবেন

ডেস্ক নিউজ: মুসলমানকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ -(আহযাব ৩৩/৫৮)। মুমিনকে কষ্ট দিতে নিষেধ করে রাসূল সা. বলেন,

যারা মুখে ইসলাম কবুল করেছ, কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি। তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও’। (তিরমিযী হা/২০৩২; মিশকাত হা/৫০৪৪; ছহীহুত তারগীব হা/২৩৩৯)

তবে চলাফেরা করতে গিয়ে কখনও যদি কেউ আচার-আচারণে কষ্ট পেয়ে যায় তাহলে হাদিসে বর্ণিত একটি দোয়া পড়া উচিত। হজরত আবু হুরায়রা (রা.) রাসুল (সা.) থেকে এই দোয়া পড়ার কথা জানান। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَأَيُّمَا رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ سَبَبْتُهُ أَوْ لَعَنْتُهُ أَوْ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ زَكَاةً وَرَحْمَةً

উচ্চারণ, ‘আল্লাহুম্মা ইন্নামা আনা বাশারুন, ফা-আইয়ুমা রজুলিম মিনাল মুসলিমিনা সাবাবতুহু আও লাআনতুহু আও জালাদতুহু ফাজআলহা লাহু জাকাতান ওয়া রহমাহ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।