স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকেই কারিম বেনিজমাকে নিয়ে ছিল গুঞ্জন। চোট পেয়ে শুরুতেই ছিটকে যাওয়া ফরাসি ফরোয়ার্ড খেলতে পারবেন ফাইনালে! পরে যদিও সেসবের সত্যতা মেলেনি। তবে অবসরে চলে যাওয়া এই তারকার এজেন্ট দাবি করেছেন, চাইলে বেনজিমাকে শেষ ষোলোতেই খেলানো যেত! কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশম ও মেডিক্যাল স্টাফরা অদূরদর্শীভাবে তাকে বাড়ি পাঠিয়ে সেই সম্ভাবনাটি শেষ করে দিয়েছেন।
৩৫ বছর বয়সী বেনজিমা ঊরুতে চোট পান ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরুর তিন আগে- ১৯ নভেম্বর। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন তখন জানিয়েও দেয়, তার সুস্থ হয়ে উঠতে তিন সপ্তাহ সময়ের প্রয়োজন। তার পর কোচ দেশম দলীয় চিকিৎসক ফ্রাঙ্ক লে গলের সঙ্গের কথা বলে বেনজিমাকে স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেন। এই সিদ্ধান্ত যে বেনজিমা ভালোভাবে নেননি সেটি প্রকাশ পায় তার পরবর্তী পদক্ষেপেই। রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরে ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।