স্পোর্টস ডেস্ক: অন্যলোকে পাড়ি জমিয়েছেন ফুটবল সম্রাট পেলে। তার শেষকৃত্যের জন্য এমনই জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর বেশ কিছু জন্ম দিতে পেরেছেন। ব্রাজিল কিংবদন্তি পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার ক্লাব সান্তোসের ঘরের মাঠ বলে পরিচিত ভিলা বেলমিরো স্টেডিয়ামে।
সান্তোস বিবৃতিতে জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। যেখানে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৮২ বছর বয়সী পেলে মারা গেছেন বৃহস্পতিবার। তার মৃত্যুতে ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট হেয়ার বোলসোনারো (যিনি রবিবার দায়িত্ব ছাড়বেন) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
বোলসোনারোর উত্তরসূরি নির্বাচিত লুইস ইনাসিও লুলা ডা সিলভাও শোক প্রকাশ করেছেন টুইটারে। তিনি লিখেছেন, ‘খুব কম সংখ্যক ব্রাজিলিয়ানই তার মতো দেশের নামটা উজ্জ্বল করতে পেরেছেন।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।