রোনালদোর নতুন ঠিকানা সৌদি ক্লাব আল নাসর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৯, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রোনালদোর নতুন ঠিকানা সৌদি ক্লাব আল নাসর

newsup
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২২
রোনালদোর নতুন ঠিকানা সৌদি ক্লাব আল নাসর

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ চলাকালেই শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দুই পক্ষের আলোচনার পর হয়ে গেছে চুক্তিও। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন সিআরসেভেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। প্রায় দেড় মাস ক্লাববিহীন থাকার পর ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সৌদি ক্লাবের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। এর আগে এই ক্লাবে খেলে কেউ এতো বড় অংক পাননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।