ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আহ্বান ন্যাটো মহাসচিবের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:১১, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আহ্বান ন্যাটো মহাসচিবের

newsup
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২২
ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আহ্বান ন্যাটো মহাসচিবের

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-এর সঙ্গে আলাপকালে এমন আহ্বান জানান তিনি।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমি মিত্রদের আরও বেশি কিছু করার আহ্বান জানাই। ইউক্রেন যেন জয়লাভ করে এবং পুতিন যাতে জিততে না পারে সেটি নিশ্চিত করার মধ্যে আমাদের সবার নিরাপত্তাজনিত স্বার্থ রয়েছে।

তিনি বলেন, আমরা জানি যে বেশিরভাগ যুদ্ধই আলোচনার টেবিলে শেষ হয়। হয়তো এখানেই তাই ঘটবে। তবে এই আলোচনায় ইউক্রেন কী অর্জন করতে পারবে সেটি নির্ভর করছে দেশটির সামরিক সক্ষমতার ওপর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।