দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ

newsup
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩
দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক: গত গ্রীষ্মে শৈশবের ক্লাব ন্যাসিওনালে পাড়ি জমিয়েছিলেন লুইস সুয়ারেজ। সেখানেই থেমে থাকেননি। ১৪ ম্যাচে ৮ গোল করে উরুগুয়ের লিগ শিরোপা জেতাতে অবদান রেখেছেন। নতুন করে উরুগুইয়ান তারকা এবার যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে।

সুয়ারেজের ব্রাজিলিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার খবর বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। গ্রেমিওতে শেষ পর্যন্ত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। তার চুক্তির আনুষ্ঠানিকতার কথা টুইটারে জানিয়েছে গ্রেমিও, ‘উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা তারকা সুয়ারেজ এখন গ্রেমিওতে। এবার আমাদের জার্সি গায়ে সে তার জয়যাত্রা অব্যাহত রাখবে।’

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে উরুগুয়ে। এই আসরে সুয়ারেজ একটিও গোল পাননি। ক্লাবটি জানিয়েছে, সুয়ারেজের সঙ্গে তাদের চুক্তিটা ২০২৪ সালেল ডিসেম্বর পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।