ডেস্ক নিউজ: স্বামী নায়ক রাজের বিরুদ্ধে পরীমণি একাধিক অভিযোগ তুলেছেন গত ক’দিনে। সর্বশেষ বছরের প্রথম দিন অভিযোগ করলেন, রাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাকে একাধিকবার মারধর করেছেন। এমন বয়ান দিয়ে ফেসবুকে রক্তমাখা বিছানার ছবিও প্রকাশ করেছেন।
তবে রাজ শুরু থেকেই পরীর ধারাবাহিক অভিযোগের বিষয়ে চুপ থেকেছেন। শুধু বছরের প্রথম দিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পুত্র রাজ্যকে নিয়ে। টু শব্দটিও করেননি পরীকে ঘিরে।
অবশেষে পরী প্রসঙ্গে মুখ ফুটলো এই ‘পরাণ’ নায়কের। ফেসবুকে পরীমণির নানা পোস্ট ও অভিযোগ প্রসঙ্গে রাজের স্পষ্ট ভাষ্য, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।