পারমাণবিক মহড়া নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৩৩, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পারমাণবিক মহড়া নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া

newsup
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
পারমাণবিক মহড়া নিয়ে আলোচনা  করছে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া

যুক্তরাষ্ট্র অফিস: যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যে মহড়ায় মার্কিন পারমাণবিক অ্যাসেটও অন্তর্ভুক্ত থাকবে। উত্তর কোরিয়াকে মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

ইউন সুক-ইওল বলেছেন, ওয়াশিংটনের বিদ্যমান ‌‌‘পারমাণবিক ছাতা’ ও ‘বর্ধিত প্রতিরোধ’ দক্ষিণ কোরিয়ানদের আশ্বস্ত করার জন্য যথেষ্ট নয়।
এসময় তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সক্ষমতার কথা উল্লেখ করেন। বিশেষ করে এর পারমাণবিক শক্তি ও মিত্রদের ওপর আক্রমণ প্রতিরোধের বিষয়ে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র আমাদের উদ্বেগ না হওয়ার জন্য বলেছে। কারণ তারাই সব কিছু দেখবে। তবে তা দিয়ে আমাদের জনগণকে আশ্বস্ত করা যাচ্ছে না। এই বিষয়টি মার্কিন প্রশাসনও বুঝতে পারছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।