পূর্বাঞ্চলে তুমুল লড়াই, মিত্রদের কাছে ট্যাংক চাইলো ইউক্রেন

Daily Ajker Sylhet

newsup

০৫ জানু ২০২৩, ০৩:০৬ অপরাহ্ণ


পূর্বাঞ্চলে তুমুল লড়াই, মিত্রদের কাছে ট্যাংক চাইলো ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তা। তারা জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়াকে পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের সেনাবাহিনীকে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রুশ সেনারা ডনেস্ক অঞ্চলের বাখমুত সেক্টরে মনোযোগ দিচ্ছে। কিন্তু আভদিভকা ও কুপিয়ানস্কতে রুশদের আক্রমণ ব্যর্থ হয়েছে।

লুহানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেনীয় সেনারা এক এক করে রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করছে। আগামীতে লড়াই আরও তীব্র হবে। তাপমাত্রা কমে গেলে আমরা ভারী অস্ত্র ব্যবহারের সুযোগ পাব।

বুধবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, প্রায় ১১ মাস ধরে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।