সেপ্টেম্বরে এশিয়া কাপ

Daily Ajker Sylhet

newsup

০৫ জানু ২০২৩, ০৩:১১ অপরাহ্ণ


সেপ্টেম্বরে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক: এই বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। বৃহস্পতিবার মহাদেশীয় টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে।

টুইটারে টুর্নামেন্টের কাঠামো ও ২০২৩, ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডারের বিস্তারিত জানিয়েছেন তিনি। এই আসরটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টের সূচি এবং এর ভেন্যু সম্পর্কে কিছুই জানানো হয়নি। শুধু টুর্নামেন্টের কাঠামোগত ধাপগুলো উপস্থাপন করা হয়েছে।

মূল পর্বে ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পড়েছে গ্রুপ ‘ওয়ানে’। তাদের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়্ন শ্রীলঙ্কা। গ্রুপ ‘টু’ তে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের সঙ্গী আফগানিস্তান ও বাছাই পর্ব খেলে আসা একটি দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।