পেলের নামে রাখা হবে কেপ ভার্দে স্টেডিয়াম
০৫ জানু ২০২৩, ০৩:১২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক; পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের প্রতিটি দেশকে তাদের একটি করে স্টেডিয়ামের নাম পেলের নামে রাখার আহ্বান জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে আবেদনেই যেন প্রথম সাড়া দিলো কেপ ভার্দে।
আফ্রিকাদের এই দেশটির প্রধানমন্ত্রী উলিস কোরেয়া তাদের জাতীয় স্টেডিয়াম ‘এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দের’ নাম বদলে ‘পেলে স্টেডিয়াম’ করার ঘোষণা দিয়েছেন।
কোরেয়া তার অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, আমরা দ্রুতই পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সব প্রক্রিয়া সম্পন্ন করবো। এটা তার প্রতি আমাদের সম্মান। পেলে একজন কিংবদন্তী, তার নাম সবসময়ই সম্মানের সঙ্গে উচ্চারিত হবে।