যুক্তরাষ্ট্র অফিস: চার দফা ভোটের পরও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন হয়নি। রক্ষণশীল রিপাবলিকান কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে দলের সদস্যদের ভোট দেওয়া অব্যাহত রয়েছে। বুধবার অধিবেশন শুরুর পর পঞ্চম দফাতেও কোনও প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা পাননি। এবার পঞ্চম দফা ভোট অনুষ্ঠিত হবে।
গত ১০০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের এমন ঘটনা এই প্রথম ঘটলো। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার জন্য ভোটে কোনও রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট কেউই জয়ী হতে পারেননি। এর আগে সর্বশেষ ১৯২৩ সালে নয়বার ভোটের পর স্পিকার নির্বাচিত হয়েছিলেন।
চার ধাপের ভোটে স্পিকারশিপ জিততে ব্যর্থ হন ম্যাকার্থি। শেষ ধাপের ভোটে ২০ জন রিপাবলিকান তার বিরোধিতা করেন। ভোটে সংখ্যাগরিষ্ঠতা নির্দিষ্ট হওয়ার আগ পর্যন্ত ভোট চলবে। স্পিকার হতে ২১৮ ভোটের প্রয়োজন হয়। এবার সংখ্যাগরিষ্ঠতা না থাকা এবং রিপাবলিকান কেউ ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেবেন না, ফলে ডেমোক্র্যাট স্পিকার পাওয়ার সুযোগ কম। রিপাবলিকান দলে বিরোধ মীমাংসা হলে সবাই কোনও এক প্রার্থীকে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হতে পারে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।