BengaliEnglishFrenchSpanish
নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি  - BANGLANEWSUS.COM
  • ১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ


 

নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি 

newsup
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৩
নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি 

ডেস্ক রিপোর্টঃ অবশেষে ঢাকার নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। তবে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে চার ঘণ্টা গণঅবস্থান করতে পারবেন তারা। আগামীকাল বুধবার এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগেই করেছে দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন হবে বলে জানান তিনি।

এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির এ নেতা। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

গত ৩০ ডিসেম্বর সরকার পতন ও সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।