ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্য - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:০৪, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্য

newsup
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৩
ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্য

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অবশেষে অত্যাধুনিক ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। সামরিক সহায়তার অংশ হিসেবেই কিয়েভকে ১২টি ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট।

১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। কিয়েভকে চ্যালেঞ্জার-২ ট্যাংকসহ অতিরিক্তি আর্টিলারি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইউক্রেনের পাশে থাকার রূপরেখাও দিয়েছেন তিনি।

ব্রিটেনের এই ঘোষণার পর টেলিগ্রাম পোস্টে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছে জেলেনস্কি লিখেছেন, ‘এমন সহায়তায় যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে। পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা পৌঁছে দেবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।