রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণসহ ১৩ পদক পেল বাংলাদেশ – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণসহ ১৩ পদক পেল বাংলাদেশ

newsup
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৩
রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণসহ ১৩ পদক পেল বাংলাদেশ

ডেস্ক নিউজ: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণ, দুটি রূপা, দুটি ব্রোঞ্জসহ আটটি কারিগরি পদক পেয়েছে বাংলাদেশ দল। গত ১২ থেকে ১৫ জানুয়ারি থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোমবার (১৬ জানুয়ারি) বিজয়ীদের এ পদক দেওয়া হয়।

এবারের অলিম্পিয়াডে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেয় ১৪ জন। ২০১৮ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

প্রতিযোগিতায় রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন অ্যাফিসিয়েনাদোস দলের সদস্য মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা। জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ ও শবনম খান পেয়েছেন রৌপ্য পদক। ক্রিয়েটিভ বিভাগের চ্যালেঞ্জ গ্রুপে রৌপ্য পদক পেয়েছেন জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন, সাদিয়া আনজুম ও বি এম হামীম। রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জ পদক পেয়েছেন জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন, সাদিয়া আনজুম ও বি এম হামীম এবং রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।