উচ্চ কর্পোরেট ট্যাক্স চান স্প্যানিশ প্রধানমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

উচ্চ কর্পোরেট ট্যাক্স চান স্প্যানিশ প্রধানমন্ত্রী

newsup
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩
উচ্চ কর্পোরেট ট্যাক্স চান স্প্যানিশ প্রধানমন্ত্রী

লন্ডন প্রতিনিধি: বিশ্বজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় দেওয়া ভাষণে এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ভাষণে বৈষম্য ও অর্থনৈতিক অবিচার মোকাবিলায় এগিয়ে আসতে বিশ্বের ধনিক শ্রেণির প্রতি আহ্বান জানান তিনি।

পেদ্রো সানচেজ বলেন, ‘নিয়মের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিচ্ছে, সেখানে কিভাবে আমরা জনগণকে মুদ্রাস্ফীতির সঙ্গে মানিয়ে নিয়ে চলার কথা বলতে পারি?’ সংকটপূর্ণ এই অবস্থার পরিবর্তনে ধনিক শ্রেণি ও রাজনীতিকদের এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

দুনিয়াজুড়ে উগ্রপন্থী রাজনীতির উত্থানের দিকে ইঙ্গিত করে পেদ্রো সানচেজ বলেন, রাশিয়া বিশ্বব্যাপী পচনের বীজ বপন করেছে। তাদের এই প্রচেষ্টার বিরুদ্ধে ইউক্রেনের মতো আমাদেরও লড়াই করতে হবে। গণতন্ত্র, স্বচ্ছতা এবং কার্যকর নীতি হবে এই লড়াইয়ের মূল অস্ত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।