আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন যেভাবে – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন যেভাবে

newsup
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩
আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন যেভাবে

ডেস্ক নিউজ: প্রত্যেক মুমিনের ইচ্ছে থাকে আল্লাহ তায়ালার প্রিয় হবার। আল্লাহ তায়ালার ভালোবাসা পেতে হলেররাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করতে হবে। বর্ণিত হয়েছে, ‘যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার নবী (সা.)-এর অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন।’ (আলে ইমরান: ৩১)। ইমানকে ভালোবাসা ও কুফরকে ঘৃণা করতে হবে। (হুজুরাত: ৭)

একজন মানুষ আল্লাহ তায়ালার কতটুকু প্রিয় বা আল্লাহর কতটুকু কাছের। তা বুঝার বেশ কিছু আলামত বলেছেন আলেমরা। আলেমরা বলেন, তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?

যদি দেখ তিনি তোমাকে তার জিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।
– যদি দেখ তিনি তোমাকে কোরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।