হাথুরুসিংহেকে ফেরানো খারাপ হবে না
১৯ জানু ২০২৩, ০২:৩০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: ২০১৫ বিশ্বকাপের আগে বাংলাদেশের দায়িত্ব নিয়ে দলকে আমূল বদলে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর নতুন করে আলোচনায় লঙ্কান এই কোচ। জোর গুঞ্জন ২০১৭ সালে হুট করে কোচের দায়িত্ব ছেড়ে দেওয়া এই কোচকে আবার ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে সাকিব-তামিমদের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ মনে করেন, হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে ফেরালে দলের জন্য খারাপ হবে না।
রাসেল ডমিঙ্গোর জায়গায় হাথুরুসিংহের প্রত্যাবর্তনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিসিবির এই পরিচালক। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘হাথুরুসিংহের ব্যাপারটা আমি নিশ্চিত নই। তবে সে এলে ভালো, এখানে কাজ করে গেছে, (তার অধীনে) বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্সও আছে। আমার বিশ্বাস ও এখন আরও পরিণত, আমাদের জন্য ভালো হবে। হাথু প্রথমে এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কেও ভালো জানে-বোঝে। সত্যি কথা ওর অভিজ্ঞতা এখন অনেক।’