ডেস্ক নিউজ: প্রযুক্তি মানুষের জীবনে কতটা আশীর্বাদ হতে পারে তা দেখা যাচ্ছে চলমান করোনা মহামারির সময়ে। প্রযুক্তি ব্যবহার করে সচেতনতা, সতর্কতা, করোনা বিষয়ক তথ্য, পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সেবা। এই সময়ে ফেসবুক ও ইউটিউবের সাহায্যে মানুষকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে সাড়া ফেলেছে মেডিটক ডিজিটাল।
মেডিটক ডিজিটালের যাত্রা শুরু ২০১৯ সালের এপ্রিলে। মাত্র দেড় বছরে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করছেন উদ্যোক্তারা। এ কারণে মেডিটকের প্রতিদিনের লাইভগুলো দেখতে ফেসবুক ও ইউটিউবে যুক্ত হচ্ছে অসংখ্য মানুষ। তারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিচ্ছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।