মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় কুয়েতের ফরওয়ানিয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৫তম ঈসালে সাওয়াব উপলক্ষে গতকাল ২০ই জানুয়ারী শুক্রবার আনজুমানে কুয়েত
কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়েত আনজুমানে আল ইসলাহ’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ আল্লামা ফুলতলী (র.)-এর মুরিদীন, মুহিব্বীনসহ সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন আয়োজিত অনুষ্ঠান, আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী
সালেহ আহমদের সভাপতিত্বে ও মাওলানা মাইনুল ইসলামের
পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ জাহাঙ্গীর হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নাজমুল হক সংগঠনের উপদেষ্টা আব্দুল সুফিসহ আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মোঃ সাইফুল ইসলাম।
ছাহেব কিবলাহ (রহঃ) এর শানে মর্ছিয়া পরিবেশন করেন নোমান আহমদ
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কয়েস আহমেদ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।