কৌশানির নতুন পথচলায় সঙ্গী ইমরানও – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১১, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কৌশানির নতুন পথচলায় সঙ্গী ইমরানও

newsup
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৩
কৌশানির নতুন পথচলায় সঙ্গী ইমরানও

ডেস্ক নিউজ: একটু অতীত থেকেই শুরু করা যাক। ২০১৮ সালের কথা। ইমরানের গানচিত্রে মডেল হলেন টলিউড সুন্দরী কৌশানি মুখার্জি। ‘ইশ্’ শীর্ষক সে গানে মিষ্টতা খুঁজে পেয়েছিলো দর্শক-শ্রোতারা। কাজের সুবাদে তখন ইমরান-কৌশানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে।

যদিও বন্ধুত্বের সম্পর্কে বিনিময় বা প্রতিদান হয় না। তবু চার বছর পর ঠিকই পাল্টা ডাক দিলেন কৌশানি। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় ঢাকার ইমরানকে সঙ্গে নিলেন নায়িকা। খবরটি জানা গেলো রবিবার (২২ জানুয়ারি) ছবিটির ট্রেলার প্রকাশের পর। ছবির নাম ‘ডাল বাটি চুরমা’। এটি বিকে এন্টারটেইনমেন্টের প্রথম লগ্নিকৃত সিনেমা। প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশানি মুখার্জি ও তার প্রেমিক বনি সেনগুপ্ত। হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।