নতুন ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নতুন ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা

newsup
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩
নতুন ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা

ডেস্ক নিউজ: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রগতির প্রশংসা করে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ আগামীতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশে বিশ্বব্যাংকের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে সেলিব্রেটিং ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে উপস্থাপিত তথ্যের ওপর বক্তব্য প্রদানকালে এ আশ্বাস দেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে নতুন আরেকটি ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে, তাতে প্রয়োজন হবে ৩০০ মিলিয়ন ডলার।

পলক বলেন, সফলভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মার্ণের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ: আইসিটি ২০৪১ মাস্টারপ্লান প্রণয়ন করেছি। এ মাস্টারপ্ল্যান অনুসারে আমরা এর চারটি স্তম্ভ- স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটির আলোকে ৪০টির বেশি প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। তিনি আগামীতে নতুন একটি ডেটা সেন্টার তৈরিতে ৩০০ মিলিয়ন ডলার, স্মার্ট লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠার জন্য ৫০ মিলিয়ন ডলার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার প্রতিষ্ঠার জন্য ১০০ মিলিয়ন ডলার এবং ৩৫টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড আইটি ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার জন্য ৩০০ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।