কিয়েভে বরিস জনসন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪০, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কিয়েভে বরিস জনসন

newsup
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩
কিয়েভে বরিস জনসন

লন্ডন প্রতিনিধি: পদত্যাগের পর প্রথমবার ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরে কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রবিবার (২২ জানুয়ারি) কিয়েভে আকস্মিক সফরে যান বরিস জনসন। ইউক্রেন যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। প্রতিশ্রুতি দিয়ে জনসন বলেন, ‘যত দিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য।’

রবিবারের সফরে ইউক্রেনের বোরোদ্যাঙ্কা ও বুচা শহরও পরিদর্শন করেন বরিস। বুচার বাসিন্দাদের সঙ্গে ছবিও তুলেন জনসন। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শহরটির মেয়রকে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘এই যুদ্ধে ইউক্রেনই বিজয় লাভ করবে এবং যুক্তরাজ্য পাশে আছে। কিয়েভ পুনর্গঠনেও পাশে থাকতে চায় ব্রিটেন’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।