পাঠান: দেশে দেশে উৎসব পজিটিভ রিভিউ তবু বাতিল শো – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

পাঠান: দেশে দেশে উৎসব পজিটিভ রিভিউ তবু বাতিল শো

newsup
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৩
পাঠান: দেশে দেশে উৎসব পজিটিভ রিভিউ তবু বাতিল শো

ডেস্ক নিউজ: ২১ ডিসেম্বর, ২০১৮ থেকে ২৫ জানুয়ারি, ২০২৩; পাক্কা ৪৯ মাস পর নিজের সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এর মাঝে কয়েকটি ছবিতে অতিথি পাখির মতো উঁকি দিয়েছেন বটে। কিন্তু ঝড়ো বৃষ্টির স্বাদ কি কুয়াশায় মেটে!

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দীর্ঘ অপেক্ষায় ইতিরেখা টানলেন এসআরকে। বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশের ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ছবি ‘পাঠান’। এই ছবি ঘিরে আগ্রহ, উন্মাদনা, আলোচনা, বিতর্ক, সমালোচনা সবই চরম পর্যায়ে এখন। তাই বক্স অফিসে যে বড়সড় ধামাকা হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।

মুক্তির পর থেকে চারদিক থেকে ‘পাঠান’র ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এমনকি বলিউডের তারকারাও পর্যন্ত ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য কাকডাকা ভোরে ছুটেছেন সিনেমা হলে। বেরিয়ে এসে জানিয়েছেন প্রতিক্রিয়া। বিস্ময়কর বিষয় হলো, ‘পাঠান’ শো বাতিল করার খবরও মিলছে কিছু অঞ্চল থেকে। তবে সে বিষয়ে যাওয়ার আগে, ছবিটি দেখে তারকা ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটি জানা জরুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।