ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাংক নিয়ে হুঁশিয়ারি রাশিয়ার - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাংক নিয়ে হুঁশিয়ারি রাশিয়ার

newsup
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৩
ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাংক নিয়ে হুঁশিয়ারি রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাংক সরবরাহ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলছে, এ ধরনের ঘটনা কিয়েভের জন্য আরও দুর্ভোগ নিয়ে আসবে। বুধবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ট্যাংক সরবরাহে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। পরিকল্পনা অনুযায়ী, কিয়েভকে সর্বাধুনিক প্রযুক্তির ৩০টি এম১ আব্রামস ট্যাংক দেবে ওয়াশিংটন। অন্যদিকে দেশটিতে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাবে জার্মানি। পোল্যান্ড জানিয়েছে, তারাও কিয়েভকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করবে। ১৪টি চ্যালেঞ্জার ট্যাংক দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।