ডেস্ক নিউজ: হাভিয়ের কাবরেরার সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তি হয়েছে। তা আগেই ঘোষণা দিয়েছে বাফুফে। বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের সঙ্গে সভাও করেছেন স্প্যানিশ কোচ। নতুন বছরটি যে চ্যালেঞ্জের, তা অকপটে বলতে দ্বিধা করেননি ৩৮ বছর বয়সী কোচ।
২০২২ সালে প্রথম জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন কাবরেরা। তার অধীনে বাংলাদেশ দল আটটি ম্যাচ খেলেছে। এরমধ্যে একটিতে জয়, দুটিতে ড্র ও বাকি পাঁচটি ম্যাচে হারতে হয়েছে। প্রথম বছরের অভিজ্ঞতা শোনাতে গিয়ে কাবরেরা বলেছেন, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে, ২০২২ সালটি। জাতীয় দলের সঙ্গে থেকে। আমরা জানি, ফল আরও ভালো হতে পারতো। কিন্তু আমাদের সবার উচিত পারফরমেন্সের দিকে মনোযোগ দেওয়া। গেম বাই গেম। উন্নতির দিকটি।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।