কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে

newsup
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে

ডেস্ক নিউজ: এটাকে ‘‌পাশে দাঁড়ানো’ই বলা চলে। কারণ, একজন অভিষেক অভিনেতার জীবনে এরচেয়ে দুরুদুরু নিদারুণ সময় সম্ভবত আর আসে না। ফলে ঢাকাই টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা মুক্তির আগে যখন টলিউড কর্তা প্রসেনজিৎ এসে পাশে দাঁড়ান; তখন সেটাকে সর্বোচ্চ সৌভাগ্য বলেই অভিহিত করা মানায়।

৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ফারিণের প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’। এর প্রচারণার জন্য কলকাতা শহরে ব্যস্ত সময় যাচ্ছে অভিনেত্রীর। এরমধ্যে পুরো শহর মুড়ে দেওয়া হলো ছবিটির পোস্টারে; চলছে বিরামহীন প্রচারণা। যে পোস্টার, ছবি ও প্রচারণায়ে প্রধান চরিত্র হিসেবে আছেন তাসনিয়া ফারিণ।

এর আগে ঢাকাই কোনও অভিনেত্রীর টলিউড অভিষেকে এতোটা প্রচারণা দেখা যায়নি। অবশ্য ছবিটির ট্রেলার দেখে এরমধ্যে অনুমান করা যাচ্ছে, পুরো ছবিটি শাসন করেছেন তাসনিয়া ফারিণই। সঙ্গে আছেন অসাধারণ অভিনেতা-নির্মাতা কৌশিক গাঙ্গুলি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।