সিলেটে হারে শুরু মাশরাফিদের – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সিলেটে হারে শুরু মাশরাফিদের

newsup
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
সিলেটে হারে শুরু মাশরাফিদের

ডেস্ক নিউজ: সিলেটে পা রেখে রীতিমত হইচই ফেলে দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তাই হোম টিমকে বরণ করতে এয়ারপোর্টে হাজির ছিল প্রায় হাজারখানেক মোটরবাইক। মাশরাফি নেতৃত্বে আছেন বলেই সিলেটবাসী দলকে ঘিরে স্বপ্ন দেখছিলেন। কিন্তু নিজেদের শহরে এসে হোঁচট খেতে হয়েছে তাদের। রংপুর রাইডার্সের বোলিং তোপে ৯২ রানেই অলআউট হয়েছে সিলেট। সেই রান ২৬ বল আগে ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে দুই পেসার তানজীম হাসান সাকিব ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দৃঢ়তায় কোনও মতে সিলেট ৯২ রান সংগ্রহ করেছে। জবাবে সাবলীল ব্যাটিং করে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। মাশরাফি অবশ্য এক ওভারে পর পর দুই উইকেট নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করতে পেরেছিলেন। কিন্তু স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকায় চাপটা বেশিক্ষণ থাকেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।