বিশেষ প্রতিবেদক : কুতবুল আউলিয়া হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ এর প্রধান উপদেষ্টা মরহুম হাসানুজ্জামান হাসান সাহেব এর রুহের মাগফেরাত কামনায় কুলাউড়ার ভুকশিমইলের গৌড়করণের সাহেব বাড়িতে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়েছে । গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার অনুষঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নয়া বাজার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান। উপস্থিত ছিলেন মরহুম হাসানুজ্জামান হাসান সাহেব এর একমাত্র ছেলে তানভীর হাসান । উপসথিত ছিলেন হযরত ছাতাপীর রহ. স্মৃতি পরিষদ এর সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম সাহেব সহ স্মৃতি পরিষদ এর দায়িত্বশীলবৃন্দ ও এলাকার মুরব্বিয়ানবৃন্দ। আলোচনায় মরহুম ছাতাপীর স্মৃতি পরিষদের বিভিন্ন করমসুচিতে যেভাবে উদারভাবে সহোযগীতা করেছেন ও উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর নানান সমস্যায় যেভাবে ভুমিকা রেখেছেন তা গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করা হয় ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।