ডেস্ক নিউজ: শেষ ওভারে খুলনা টাইগার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। কিন্তু ক্রিজে থাকা ওয়াহাব রিয়াজ ও ইয়াসির আলী পারলেন না ম্যাচ জেতাতে। দুই চারে শেষ পর্যন্ত শেষ ওভার থেকে আসে ১২ রান। শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেতে ৪ রানের ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ন্স। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি তামিম ইকবালদের। দলীয় ১৪ রানে ওপেনার তামিম (১১) বিদায় নেন।
এরপর দারুণ খেলতে থাকা আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নি দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন। ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তৃতীয় উেইকেটে শাই হোপ ও মাহমুদুল হাসান জয় মিলে ৪৩ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।