হামলা ও নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়ার – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

হামলা ও নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়ার

newsup
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৩
হামলা ও নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলের ব্লাহোদাৎনে অঞ্চলে হামলা ও নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী ও রুশ আক্রমণে থাকা ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার। রবিবার ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা একটি রুশ হামলা ঠেকিয়ে দিয়েছে। আর রুশ ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার বলেছে, এলাকাটির দখল নিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবারের লড়াইয়ের কথা ইঙ্গিত করে রবিবার ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ বলেছে, ব্লাহোদাৎনেতে দখলকারীদের হামলা প্রতিহত করেছে ইউক্রেনের প্রতিরক্ষাবাহিনীর ইউনিট।
যুদ্ধের হালনাগাদ তথ্যে ইউক্রেন আরও বলেছে, তাদের বাহিনী ডনেস্ক অঞ্চলের ১৩টি স্থানে রুশ হামলা প্রতিহত করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।