২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে ইঙ্গিত মার্কিন জেনারেলের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:০১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে ইঙ্গিত মার্কিন জেনারেলের

newsup
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৩
২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে ইঙ্গিত মার্কিন জেনারেলের

যুক্তরাষ্ট্র অফিস: আগামী ২০২৫ সালে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ও চীন, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন বিমান বাহিনীর চার তারকাবিশিষ্ট জেনারেল মাইক মিনিহান। যুদ্ধের জন্য কমান্ডারদের প্রস্তুতিও নিতে বলেছেন ওয়াশিংটনের এই কর্মকর্তা। দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান জেনারেল মাইক মিনিহান বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিরোধ, প্রয়োজনে পরাজিত করা।’ মাইক মিনিহান তার স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ মেমোতে এমন অভিমত ব্যক্ত করেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই মেমোর সত্যতা নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই মেমো। এই মেমো নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে এনবিসি নিউজ। মেমো বা চিঠিটির তারিখ উল্লেখ আছে ১ ফেব্রুয়ারি।

ওই মেমোতে কয়েকটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এমন দুটি বিষয়ের শিরোনাম হচ্ছে ‘চূড়ান্ত পরিস্থিতি’ এবং ‘ঝুঁকি’। মিনিহান বলেন, ‘যা ভাবছি, আশা করি তা ভুল হবে। তবে আমার অনুমান বা ধারণা, ২০২৫ সালে আমরা চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।