মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো এআই’র তৈরি বক্তব্য পাঠ – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো এআই’র তৈরি বক্তব্য পাঠ

newsup
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৩
মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো এআই’র তৈরি বক্তব্য পাঠ

যুক্তরাষ্ট্র অফিস: চ্যাটজিপিটি নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লিখিত বক্তব্য মার্কিন কংগ্রেসের চেম্বারে প্রথমবারের মতো পাঠ করা হয়েছে। মার্কিন-ইসরায়েল যৌথ কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপনবিষয়ক বিল নিয়ে কংগ্রেসে এআই-এর তৈরি এই বক্তব্য পাঠ করেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য জ্যাক অকিনক্লস।

বুধবার (২৫ জানুয়ারি) কংগ্রেসের চেম্বারে দুই অনুচ্ছেদের এই বক্তব্য পাঠ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃক লিখিত বক্তব্য পাঠের এই ঘটনা মার্কিন কংগ্রেসে প্রথম।

অকিনক্লস জানান, এআই সিস্টেমটিকে তিনি আইন সম্পর্কিত তথ্যাবলি দিয়ে কংগ্রেসে পাঠ করার মতো ১০০ শব্দের বক্তব্য তৈরির আদেশ দেন। অবশ্য প্রস্তুতকৃত বক্তব্য চেম্বারে পাঠের আগে তাকে বেশ কয়েকবার সংশোধন করতে হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।