প্রথমবারের মতো দূরপাল্লার মার্কিন বোমা পাচ্ছে ইউক্রেন – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

প্রথমবারের মতো দূরপাল্লার মার্কিন বোমা পাচ্ছে ইউক্রেন

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৩
প্রথমবারের মতো দূরপাল্লার মার্কিন বোমা পাচ্ছে ইউক্রেন

যুক্তরাষ্ট্র অফিস: প্রথমবারের মতো ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০০ কোটি ডলার মূল্যের নতুন সামরিক সহযোগিতার আওতায় এই অস্ত্র দিতে পারে বাইডেন প্রশাসন। দুই মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ২০০ কোটি ডলার সহযোগিতার মধ্যে ১৭০ কোটির বেশি অর্থ আসবে ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগ থেকে। এই তহবিল থেকে সহযোগিতা দেওয়ার ফলে মার্কিন মজুত থেকে অস্ত্র না দিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

খবরে বলা হয়েছে, এই তহবিলের অর্থ দিয়ে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি) দেওয়া হতে পারে ইউক্রেনকে। এটি ৯৪ মাইল (১৫০ কিলোমিটার) দূরে আঘাত করতে সক্ষম। তবে ইউক্রেনের পক্ষ থেকে অত্যাধুনিক মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের অনুরাধ থাকলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৮৫ মাইল (২৯৭ কিলোমিটার)। যা দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।