রোটারী ক্লাব সিলেট মিডটাউন’র ভোকেশনাল সার্ভিস মাস উদযাপন স্মার্ট বাংলাদেশ গড়তে রোটারী ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রোটারী ক্লাব সিলেট মিডটাউন’র ভোকেশনাল সার্ভিস মাস উদযাপন স্মার্ট বাংলাদেশ গড়তে রোটারী ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৩
রোটারী ক্লাব সিলেট মিডটাউন’র ভোকেশনাল সার্ভিস মাস উদযাপন স্মার্ট বাংলাদেশ গড়তে রোটারী ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে

জেদান আল মুসা : বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (ইনটেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট) জেদান আল মুসা বলেছেন, রোটারিয়ানরা সারাবিশ্বে মানবতার কল্যাণে কাজ করছেন। অসহায় দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ সাধনে রোটারী ক্লাবগুলোর কর্মকান্ড প্রসংশনীয়। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে রোটারী ক্লাবগুলোকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি সোমবার (৩০ জানুয়ারি) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন কর্তৃক ভোকেশনাল সার্ভিস মাস উদযাপন, ক্লাবের ৪ জন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে চিকিৎসা, পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা ও অন্যান্য পেশায় বিশেষ অবদানের জন্য মো. হানিফ আহমদকে ভোকেশনাল এওয়ার্ড ও পরপর দুই বৎসর সিলেট জেলায় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় ক্লাবের সদস্য রোটারিয়ান মো. আবুল কালাম, গত বছরে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সেরা মহিলা করদাতা নির্বাচিত হওয়ায় ক্লাব সদস্য রোটারিয়ান হাছিনা আক্তার চৌধুরীকে এবং ক্লাব সদস্য বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডাইরেক্টর রোটারিয়ান সৈয়দ সুয়েবুর রহমান পিএইচএফ এর কানাডা যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দিন আরএফএসএম এর সভাপতিত্বে ও পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইপিপি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল হাফিজ পিএইচএফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম। সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন মো. হানিফ আহমদ, মো. আবুল কালাম, রোটারিয়ান হাছিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান সৈয়দ সুয়েবুর রহমান পিএইচএফ।

আরো বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট গভর্ণর পিপি রোটারিয়ান প্রফেসর মো. শাখাওয়াত হোসেন পিএইচএফ, এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান মো. আতিকুর রেজা চৌধুরী পিএইচএফএমসি, পিপি রোটারিয়ান মো. দেলওয়ার হোসেন, পিপি রোটারিয়ান বিধুভুষন চক্রবর্তী এমপিএইচএফ, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন পিএইচএফ, পিপি রোটারিয়ান আমিনুর রহমান শিবলু প্রমুখ।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান মো. জামাল উদ্দীন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার জেদান আল মুসা। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।