যুক্তরাষ্ট্র অফিস: ফিলিপাইনে আরও চারটি সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে চীনা কর্মকাণ্ডে নজর রাখা দেশটির জন্য আরও সহজ হবে। বৃহস্পতিবার সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এই চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে জাপান পর্যন্ত এবং দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। এতদিন পর্যন্ত ফিলিপাইনে দেশটির সামরিক উপস্থিতি জোরালো ছিল না। ফিলিপাইন থেকে ৩০ বছর আগে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে চলে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য এটি ছোট বিষয় নয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।