কলিনদ্রেস-নোরাহ’র গোলে শেখ জামালকে হারালো আবাহনী – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

কলিনদ্রেস-নোরাহ’র গোলে শেখ জামালকে হারালো আবাহনী

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৩
কলিনদ্রেস-নোরাহ’র গোলে শেখ জামালকে হারালো আবাহনী

ডেস্ক নিউজ: ম্যাচের বড় অংশ জুড়েই আধিপত্য বিস্তার করেছিল আবাহনী লিমিটেড। প্রথমার্ধেই পিটার নোরাহ ও দানিয়েল কলিনদ্রেসের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর শেখ জামাল এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই মাঠ ছেড়েছে আকাশি-নীল জার্সিধারীরা। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার (৪ ফেব্রুয়ারি) ম্যাচের প্রথমার্ধে ছিল আবাহনীর দাপট। ম্যাচ ঘড়ির ১০ মিনিটেই আবাহনী এগিয়ে যায়। মোহাম্মদ ইউসেফের ডান প্রান্তের ক্রসে পিটার নোরাহ দারুণ হেডে দলকে এগিয়ে নেন।

নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার নোরাহ প্রথম গোলের পাশাপাশি পরেরটিতেও রেখেছেন অবদান। ৩৪ মিনিটে তার পাসে বক্সের বাইরে থেকে কলিনদ্রেস ডান পায়ের নিচু শটে গোলকিপারকে পরাস্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।