ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৩
ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: আর্থিক অনিয়মের জন্য এবার বড় বিপদেই পড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তাদের বিরুদ্ধে ৯ মৌসুম ধরে ‘ফাইনানশিয়াল ফেয়ার প্লে’ ভঙ্গের অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ।

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে ২০০৯-১০ এবং ২০১৭-১৮ মৌসুমের মধ্যে বেশ কয়েকটি জায়গায় নিয়ম ভঙ্গের কথা জানিয়েছে। চার বছরের তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপের জন্য এখন একটি স্বাধীন কমিশনের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে। অভিযোগে ম্যানসিটির বিরুদ্ধে সহযোগিতা না করার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, একটি ক্লাবের আর্থিক অবস্থা সম্পর্কে সত্য ও পরিষ্কার ধারণার জন্য যেসব তথ্য দিতে হয় সেই জায়গাতেই সিটি নিয়ম ভঙ্গ করেছে।

২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ক্লাবটির মালিকানা কেনার পর গত মৌসুম ষষ্ঠ শিরোপা জিতেছে ম্যানসিটি। এখন স্বাধীন কমিশন ম্যানসিটিকে জরিমানা, পয়েন্ট কর্তণসহ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শাস্তি দিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।