অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ২ বছর অংশ নিতে পারবে না বেসিস - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ২ বছর অংশ নিতে পারবে না বেসিস

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩
অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ২ বছর অংশ নিতে পারবে না বেসিস

ডেস্ক নিউজ: অ্যাপিকটা অ্যাওয়ার্ডে আগামী ২ বছর অংশ নিতে পারবে না বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ফলে আগামী দুই বছর (২০২৩ ও ২০২৪) দেশে বেসিস অ্যাপিকটা অ্যাওয়ার্ডের ‘বাংলাদেশ বাছাই পর্ব’ আয়োজন করতে পারবে না। তবে এ দেশের কোনও প্রতিযোগী অ্যাওয়ার্ডে ব্যক্তিগতভাবে অংশ নিতে চাইলে অ্যাপিকটায় সে পথ খোলা থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে।

শুক্রবার এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) থেকে চিঠি দিয়ে বেসিসকে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, এটা অ্যাপিকটার একপেশে সিদ্ধান্ত। তারা বায়াসড। তিনি বলেন, অ্যাপিকটা আমাদের কারণ দর্শানোর নোটিশ দিলে আমরা তার জবাব দিয়েছি। তারপরও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হচ্ছে, আমরা পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ অ্যাপিকটা অ্যাওয়ার্ডে অংশ নেইনি। এই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আগেই বলেছিলাম, আমরা পাকিস্তানে যাবো না। পাকিস্তানে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডে এবার সর্বনিম্ন অংশগ্রহণ ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।