লন্ডন প্রতিনিধি: প্যারিসে জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নৈশভোজে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এতে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিত্রদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করেন জেলেনস্কি। যুক্তরাজ্য থেকে ফ্রান্স যাওয়ার পর প্যারিসে রাতে নৈশভোজে অংশ নেন। তার সঙ্গে এতে অংশ গ্রহণ করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের আগে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।
গত বছর ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ইউক্রেন ইস্যুতে ম্যাক্রোঁ ও শলৎজের সঙ্গে হাতে হাত রেখে কাজ করেছিলেন। কিন্তু মেলোনিকে সঙ্গে নেননি ম্যাক্রোঁ ও শলৎজ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।