লন্ডন প্রতিনিধি: রোমানিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বুলগেরিয়া এবং সার্বিয়াও। স্থানীয় প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলোয় দেখা যায়, রোমানিয়ায় কয়েকটি ভবন ও গাড়ি কম্পনে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আবাসিক ভবনগুলো থেকে বাসিন্দাদের তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখা যায়। তবে বড় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, রোমানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি গর্জে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে কম্পনটি আঘাত হানে। একদিন আগে সোমবার রোমানিয়ার একই এলাকা সামান্য কম মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
রোমানিয়ার ন্যাশনাল আর্থ ফিজিক্স ইনস্টিটিউট (আইএনএফপি) মঙ্গলবার জানায়, গত সপ্তাহে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের সঙ্গে এই কম্পনের সম্পর্ক নেই। তবে বারবার কম্পন বাসিন্দাদের উদ্বেগ বাড়িয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।