হারালো রিয়াল মাদ্রিদ - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

হারালো রিয়াল মাদ্রিদ

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩
হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্কপ্রতিপক্ষের মাঠে শুরুতে গোল পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র একের পর এক সুযোগ নষ্ট করছিলেন। এক পর্যায়ে পয়েন্ট হারানোর শঙ্কা জাগে। ঠিক সেসময়ে ফেদে ভালভার্দে গোল পেলেন। এরপর আসেনসিও ব্যবধান দ্বিগুণ করেন। তাতেই লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত হয় আনচেলত্তির দলের।

করিম বেনজেমা না থাকায় রিয়ালকে গোল পেতে সময় লেগেছে। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে রিয়াল ভালো সুযোগ নষ্ট করে। ভিনিসিয়ুসের শট গোলকিপার সের্হে প্রতিহত করে গোল হতে দেননি।

পাঁচ মিনিট পর মানু সানচেসের চমৎকার ক্রসে আন্তে বুদেমির ঠিকমতো হেড নিতে পারেননি। সুযোগ নষ্ট হয় ওসাসুনারও। ৪৩ মিনিটে আবারও সুযোগ পান বুদেমির, পারেননি লক্ষ্যভেদ করতে। বিরতির পর শুরুতে রদ্রিগোর বাকানো শট অল্পের জন্য গোল হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।