ডেস্ক রিপোর্টঃ যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি। সেই মহান শহীদদের শ্রদ্ধা জানান সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে সম্মান প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট লেখক, কবি ও সাহিত্যক আয়েশা মুন্নি, প্রতিষ্ঠাতা আহবায়ক, মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, সালমা আক্তার সুমি, সদস্য শেলু বড়ুয়া, সৈয়দা রুকিয়া সুলতানা, হাজেরা বেগম, তমাল বড়ুয়া, সৈয়দা রুজিনা আক্তার জুয়েলি, লাকী আক্তার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাদের ভোলেনি বাংলার মানুষ।
ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।