সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে, ‘মিসাইল না থাকলে কীভাবে লড়বেন?’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২৫, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে, ‘মিসাইল না থাকলে কীভাবে লড়বেন?’

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩
সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে, ‘মিসাইল না থাকলে কীভাবে লড়বেন?’

ডেস্ক রিপোর্ট: চন্ডিকা হাথুরুসিংহে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওই কয়েক বছর তার অধীনে দারুণ কিছু সাফল্য আছে বাংলাদেশের। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়। ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলা তার সময়েই। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছে সেমিফাইনাল। এছাড়া হোম কন্ডিশনে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জিতেছে টেস্ট সিরিজ।

ঘরের মাঠে হাথুরুসিংহের এমন সাফল্যের পরও প্রশ্ন উঠেছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে এই সাফল্য কতখানি কাজে দিচ্ছে। বুধবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। উপমহাদেশের বাইরের দলগুলোর বিপক্ষে সাফল্য পেতে স্বল্পমেয়াদী যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটি দীর্ঘমেয়দী সাফল্যের ক্ষেত্রে কতটা কার্যকর? এমন প্রশ্নে হাথুরুসিংহে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন, ‘আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ঘরের মাঠের সুবিধা কী? নিউজিল্যান্ডে গেলে আমরা কী ধরনের উইকেট পাই? অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে আমরা যখন যাই তখন ওরা কী করে? ভারত হোম সিরিজে কী করছে?’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।