ফাতেমা রহমান রুমা,জার্মানি: বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা!বাঙ্গালি একমাত্র গর্বিত জাতি যারা ভাষার জন্য হাসি মুখে প্রাণ দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জার্মানির স্টুডগার্ডে এবারের মেলার আয়োজন।
২৫ শে ফেব্রুয়ারী জার্মানিতে হতে যাচ্ছে একুশ মেলা! প্রবাসে বাঙালিদের নিয়ে একুশ উদযাপন, আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের গৌরবময় ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে। আপনি আপনার পরিবারসহ নিমন্ত্রিত মেলা প্রাঙ্গণে। মেলাকে লক্ষ্য করে থাকছে সাংষ্কৃতিক অনুষ্ঠান।
প্রবেশ মুল্য ছাড়া আপনি ও আপনারা পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে মেলা প্রাঙ্গণে থাকছে বিভিন্ন ধরনের স্টল( খাবার,স্ন্যাক্স, চা, কফি,মিষ্টি, কেক ও বিরিয়ানি)
সাথে থাকছে Li’s wordrobe ( মেলা উপলক্ষে থাকবে দারুন ছাড়)।
মেলায় চমক থাকছে আমাদের সাংষ্কৃতিক অনুষ্ঠান। যেখানে জার্মানির বিভিন্ন শহর থেকে শিল্পীরা আসবেন। জার্মানির যে কোন জায়গা থেকে যে কেউ আসতে পারেন ও যোগদান করতে পারেন আমাদের এই আয়োজনে।
প্রবাসে একুশ মেলায় জার্মানির উদ্যোক্তারা অংশগ্রহণ করতে পারেন। যিনি যে বিষয় নিয়ে কাজ করছেন প্রবাসের মাটিতে তাই আমাদের জন্য গর্বের ,আপনি বা আপনারা আপনাদের পণ্য নিয়ে স্টল দিতে পারেন।
মেলাতে স্টল দিতে আগ্রহীদের অনুরোধ করছি আমি লিপিকা আহমেদ। ফেসবুক লিংকটি সেয়ার করলাম যোগাযোগের সুবিদার্থে।https://www.facebook.com/lipikaahmed.mazumdar.
দেশের স্বার্থে, দশের স্বার্থে ,নিজেদের দেশের ইতিহাস রক্ষার স্বার্থে এগিয়ে আসুন আসছে আগামী ২৫ শে ফেব্রুয়ারী,২০২৩ জার্মানির স্টুডগার্ডে।
বর্তমান ও আগামী প্রজন্মকে নিজদেশের গর্বিত ইতিহাস জানানোর জন্যই এই আয়োজন। আসছে ২৫শে ফেব্রুয়ারি
বিকেল ৪টা Stuttgart
Gebrüder-schmid-weg 13
70199 Stuttgart
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।