ডেস্ক নিউজ: আল্লাহর কাছে অথবা তাঁর কোনো মাখলুকের কাছে কারো কোনো প্রয়োজন থাকলে, সে যেন অজু করে দুই রাকাত নামাজ পড়ে। এরপর একটি দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেই দোয়াটি কী?
হজরত আবদুল্লাহ ইবনু আবু আওফা আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে বের হয়ে এসে বলেন, আল্লাহর কাছে অথবা তাঁর কোনো মাখলুকের কাছে কারো কোনো প্রয়োজন থাকলে, সে যেন অজু করে দুই রাকাত নামাজ পড়ে, এরপর বলে
উচ্চারণ : ‘লা ইালাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশি আজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মুঝিবাতি রাহমাতিকা ও আযায়িমা মাগফিরাতিকা ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইছমিন আসআলুকা আল্লা তাদাউলি জানবান ইল্লা গাফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাঝতাহু ওয়া হাঝাতান হিয়া লাকা রিদান ইল্লা ক্বাদাইতাহা লি।’
অর্থ : ‘পরম সহনশীল ও দয়ালু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মহান আরশের রব আল্লাহ অতি পবিত্র। সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যই সব প্রশংসা। হে আল্লাহ! আমি তোমার কাছে অবধারিত রহমত, তোমার অফুরন্ত ক্ষমা, সকল সদাচারের ভান্ডার এবং প্রতিটি পাপাচার থেকে নিরাপত্তা প্রার্থনা করি। আমি তোমার কাছে আরও প্রার্থনা করি যে, তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও, আমার দুশ্চিন্তা দূর করে দাও, তোমার সন্তুষ্টিমূলক প্রতিটি প্রয়োজন পূরণ করে দাও।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।