প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলির - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলির

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলির

ডেস্ক নিউজ: বাংলাদেশের সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্কটা যে অনেক গভীর। সেটা নিজেও স্বীকার করেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রধান। ঢাকায় গতকাল মেয়র কাপের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

সৌজন্য সাক্ষাতের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান ও সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি। বিসিবি সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে তারা গণভবনে যান। সৌরভ কুশল বিনিময়সহ খেলাধুলা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন। শুক্রবার বিকালের দিকেই তার ভারতে ফিরে যাওয়ার কথা।

গতকাল ভারতীয় একটি ব্যাংকের প্রচারণামূলক কাজে অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন সৌরভ। তার আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ডিএনসিসি মেয়র কাপের উদ্বোধন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।