ডেস্ক নিউজ: জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এক রেজুলেশনে গত ২৩ ফেব্রুয়ারি ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। কেন বাংলাদেশ ভোটদানে বিরত ছিল, রবিবার (২৬ ফেব্রুয়ারি) সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রেজুলেশনে সংকট সমাধানের জন্য কূটনীতিক যোগাযোগ ও সংলাপের গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ না থাকার কারণে ভোট দেয়নি বাংলাদেশ। রবিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন বাংলাদেশের অবস্থান জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।
সেহেলি সাবরিন বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান সংকটের যেকোনও অর্থবহ ও টেকসই সমাধানের জন্য এর সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে দৃঢ় কূটনৈতিক যোগাযোগ ও সংলাপ প্রয়োজন। আমাদের বিবেচনা অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি রেজুলেশনে উল্লেখ করা হয়নি। সে কারণে আমরা ভোটদানে বিরত থাকতে বাধ্য হয়েছি।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।