ডেস্ক নিউজ: আবারও সোনার দাম কমেছে। ভরিপ্রতি এক হাজার ১৬৭ টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ৯১ হাজার ৯৬ টাকা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। এতদিন ছিল ৯২ হাজার ২৬২ টাকা। দেশের বাজারে যা ছিল সোনার সর্বোচ্চ দাম।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি কিনতে লাগবে ৯১ হাজার ৯৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে করা হয়েছে ৮৭ হাজার ১৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৪ হাজার ৫৯১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১৬৯ টাকা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।