বাংলাদেশের কঠিন কন্ডিশনে নিজেদের বাজিয়ে দেখতে চায় ইংল্যান্ড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২১, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাংলাদেশের কঠিন কন্ডিশনে নিজেদের বাজিয়ে দেখতে চায় ইংল্যান্ড

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩
বাংলাদেশের কঠিন কন্ডিশনে নিজেদের বাজিয়ে দেখতে চায় ইংল্যান্ড

ডেস্ক নিউজ: আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। উপমহাদেশের কন্ডিশনে বাইরের দলগুলোকে বরাবরই কঠিন সংগ্রামে লিপ্ত হতে হয়। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের কঠিন কন্ডিশনে নিজেদের বাজিয়ে দেখতে চায় ইংল্যান্ড। রবিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই জানিয়ে গেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ড ২০১৬ সালে বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। এবারও সেই লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশে এসেছে। তবে বিশ্বকাপের আগে এখানকার কন্ডিশনে নিজেদের অবস্থান যাচাই করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বাটলার। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এখানে বাংলাদেশ নিজেদের মাটিতে চেনা কন্ডিশনে খুব কঠিন প্রতিপক্ষ, তাদের হারানো খুব কঠিন। তারা কিছু দিন আগেই ভারতকে হারিয়েছে। এই চ্যালেঞ্জটা আমাদের প্রয়োজন। কারণ বিশ্বকাপের আর খুব বেশি দিন বাকি নেই। প্রায় একই কন্ডিশনে যেটা আমাদের জন্য কঠিন, সেখানে নিজেদের বাজিয়ে দেখা, দল হিসেবে আমাদের অবস্থান কোথায় তা দেখার সুযোগ পাচ্ছি। আমরা এটাই চাই এমন চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজেদের পরখ করতে। যা সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো সুযোগ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।